কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের সময় পুলিশের উপর হামলার ঘটনায় আড়াইশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
তবে মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, সবাই অজ্ঞাত আসামী বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
ওসি বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলায় সদর থানার একজন উপ পরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন।
শনিবার রাতে মামলাটি করেন বলে জানান ওসি।
গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনওসহ অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে সদর থানার ওসি তদন্ত ফারুকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক : 

























