কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি জবরদখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও হলদিয়া ইউপি সদস্য স্বপন শর্মা রনিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রাথমিক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, স্বপন শর্মা রনি উখিয়ার হলদিয়া পালং ৮নং ওয়ার্ডের সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ এনে মামলা দায়ের করে বনবিভাগ।
মামলার এজাহারে স্বপন শর্মা রনির বিরুদ্ধে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৩(১)(খ): সংরক্ষিত বনাঞ্চলে অনধিকার প্রবেশ,৩৩(১)(ক): বনভূমির অবৈধ ব্যবহার,৩৩(১)(গ): সরকারি অনুমোদন ব্যতীত স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।