কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নাইমুর রহমান হৃদয়কে আহবায়ক এবং আবুল কাশেমকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট একটা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
রবিবার (১০ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সেই সাথে গঠিত আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ও নির্দেশ দেওয়া হয়।
নবগঠিত পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় বলেন, আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রতি। সেই সাথে কেন্দ্রীয় ছাত্রদলসহ যাদের আন্তরিকতায় আমাকে এই গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে তাদের সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীর পেকুয়া উপজেলা ছাত্রদল হবে মেধাবীদের সংগঠন। এই কমিটির হাত ধরেই এগিয়ে যাবে পেকুয়া উপজেলা ছাত্রদল।