গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন-এর ওপর মধ্যযুগীয় কায়দায় হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে পেকুয়া প্রেসক্লাব ও পেকুয়া উপজেলা প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকবৃন্দরা শনিবার বিকাল ৪ টার পেকুয়া চৌমুহনী চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ.এম.এমরান আহমেদ, পেকুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এড. মীর মোশাররফ হোছাইন টিটু, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.দিদারুল করিম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী, দৈনিক প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস.এম.হানিফ, পেকুয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক।
পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছফওয়ানুল করিম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে জবাই করে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে মধ্যযুগীয় কায়দায় ইট দিয়ে থেঁতলে আহত করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। বিগত সরকারের আমলেও অনেক সাংবাদিক হত্যা করা হয়েছে, যার বিচার এখনো হয়নি। আমরা এই ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা পেকুয়ার সকল সাংবাদিকরা এখন ঐক্যবদ্ধ৷ এখানে চাঁদাবাজ, দখলবাজের স্থান হবেনা।
পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এম.এমরান আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে যে, দেশে গণমাধ্যমকর্মীরা আজ ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন এর উপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তি নয়, এটি গোটা সাংবাদিক সমাজ, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশের উপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নাজিম উদ্দীন, সাজ্জাদুল ইসলাম, এসএম জুবাইদ, সাইফুল ইসলাম বাবুল, জালাল উদ্দীন, রেজাউল করিম রেজা, আমিরুল ইসলাম রাশেদ,জয়নাল আবেদীন, মোঃ ফারেকুল ইসলাম, আসাদুজ্জামান অপু, মোঃ সাগর, গোলাম রহমান, মোঃ আরকান, রিয়াজ উদ্দিন, দেলোয়ার হোছাইন, সোহেল আজিম,আমিনুল ইসলাম বাহার, এইচ এম শহীদ, মোঃ ইউনুস, মফিজুর রহমান, সাইফুল্লাহ বিন শরীফ, রাকিবুল ইসলাম ,নেজাম উদ্দিন, হুমায়ুন কবির, রেজাউল করিমসহ পেকুয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।