ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে কক্সবাজারে ৫টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা গড়ার বদলে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটে জাতিসংঘের দ্বৈত ন্যারেটিভ: কেন এই দ্বন্দ্ব? উখিয়া হাসপাতালের ২ টন ময়লা অপসারণ করলো বিডি ক্লিন টিম মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু!

কক্সবাজারে হোটেলে প্রবেশের পর বের হননি হাসনাত-সারজিসরা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিনড্রাইভ লাগোয়া পাঁচ তারকা মানের ‘হোটেল সী পার্ল রিসোর্ট এন্ড স্পাতে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা। আজ মঙ্গলবার দুপুরে হোটেলটিতে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ  এবং তার স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়াও সারজিসের সাথে তার স্ত্রীও রয়েছেন।

হোটেল থেকে এরপর তারা আর বের হননি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবচার দুপুর ১২ টা ৩২ মিনিটে তারা হোটেলে প্রবেশ করেন।

সেখানে প্রবেশের পর থেকে তাদের কাউকেই হোটেল থেকে বের হতে দেখা যায়নি। এমনকি তারা সামনে থাকা সৈকত অংশেও আসেননি।

রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে সরজমিনে দেখা যায় এনসিপি নেতাদের অবস্থানের কারণে সেই হোটেল এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে। র‍্যাব-১৫ এর একটি টহল টিম সেখানে অবস্থান করছে, এছাড়াও আছেন পুলিশ সদস্যরা।

তবে জেলা পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী  ঢাকা পোস্টকে বলেন, “তারা আমাদের জানিয়ে আসেননি, তাদেরকে প্রটোকল দেওয়া হয়নি। এটি কোনো সরকারি বা বিশেষ সফর নয়।।

এদিকে গুঞ্জন উঠে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তাদের সাথে বৈঠকের ঐ হোটেলে অবস্থান করছেন। কিন্তু পিটারের উপস্থিতির প্রমাণ সেখানে মেলেনি এবং হোটেলটির নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমানে সেখানে কোনো বিদেশী অতিথি নেই।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি

This will close in 6 seconds

কক্সবাজারে হোটেলে প্রবেশের পর বের হননি হাসনাত-সারজিসরা

আপডেট সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিনড্রাইভ লাগোয়া পাঁচ তারকা মানের ‘হোটেল সী পার্ল রিসোর্ট এন্ড স্পাতে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা। আজ মঙ্গলবার দুপুরে হোটেলটিতে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ  এবং তার স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়াও সারজিসের সাথে তার স্ত্রীও রয়েছেন।

হোটেল থেকে এরপর তারা আর বের হননি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবচার দুপুর ১২ টা ৩২ মিনিটে তারা হোটেলে প্রবেশ করেন।

সেখানে প্রবেশের পর থেকে তাদের কাউকেই হোটেল থেকে বের হতে দেখা যায়নি। এমনকি তারা সামনে থাকা সৈকত অংশেও আসেননি।

রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে সরজমিনে দেখা যায় এনসিপি নেতাদের অবস্থানের কারণে সেই হোটেল এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে। র‍্যাব-১৫ এর একটি টহল টিম সেখানে অবস্থান করছে, এছাড়াও আছেন পুলিশ সদস্যরা।

তবে জেলা পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী  ঢাকা পোস্টকে বলেন, “তারা আমাদের জানিয়ে আসেননি, তাদেরকে প্রটোকল দেওয়া হয়নি। এটি কোনো সরকারি বা বিশেষ সফর নয়।।

এদিকে গুঞ্জন উঠে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তাদের সাথে বৈঠকের ঐ হোটেলে অবস্থান করছেন। কিন্তু পিটারের উপস্থিতির প্রমাণ সেখানে মেলেনি এবং হোটেলটির নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমানে সেখানে কোনো বিদেশী অতিথি নেই।