কক্সবাজারের পেকুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী নাঈমুর রহমান হৃদয়ের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়৷
এসময় পেকুয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১২০জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।
নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এবং আহসান হাবীব ও হিরণ সরওয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব সাফওয়ানুল করিম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমসহ অন্যান্যরা।
ছাত্রদল নেতা নাঈমুর রহমান হৃদয় বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে, পেকুয়া উপজেলা ছাত্রদল গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হয়ে সাধারণ শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে৷ আমরা এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং ভালো ফলাফল করার প্রতিযোগিতা তৈরির চেষ্টা করছি। এবং আগামীতে পেকুয়া উপজেলা ছাত্রদল হবে মেধাবী, প্রজ্ঞাবান এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠন।
এসময় পেকুয়া উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার বেলাল হায়দার, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুদ্দিন,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসহাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আবু হানিফ, আব্দুল আলিম, আবুল কাশেম নূরী, মো জয়নাল,মো.তায়েফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।