ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে: আলী রীয়াজ অধ্যক্ষ রিয়াদ হায়দারের ভাই মাহবুবের মৃত্যু ডাকসু নির্বাচন: যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে? চকরিয়ায় ১০ মা’দ’কসেবীর কারাদন্ড কক্সবাজার জেলা বিএনপি’র বিশেষ বিজ্ঞপ্তি- কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা হ্যাশট্যাগ থেকে হিউম্যান চেইন: বাংলাদেশের ছাত্রদের ডিজিটাল জাগরণ “প্লে ফর পিস” স্লোগানে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা গহীন পাহাড়ের আস্তানা থেকে গ্রেনেডসহ বিপুল অস্ত্র নিয়ে ডাকাত শফি আটক হাসিনা যে অপরাধ করেছে তা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি ‘ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক পাচারকারীদের হাতে বাঘের মৃত্যু বেশি

অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহনের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি- সেমিনারে জেলা প্রশাসক

কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষার্থী,স্কাউটস ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী।তিনি নিরাপদ খাদ্যের গুরুত্ব ও অনিরাপদ খাদ্যের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীর কারণে খাদ্যের নিরাপত্তা আজ আমাদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তাই তিনি নিরাপদ খাদ্য প্রাপ্তিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। এছাড় সকল শিক্ষার্থীসহ স্কাউট,কাব স্কাউটদের স্কুলে ও ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,হাত ধোঁয়ার নিয়মাবলি সম্পর্কে পরিবারসহ সকলকে সচেতন করার আহবান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো নাজমুল ইসলাম,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ, প্রেসক্লাব সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, টুয়াক সভাপতি এম রেজাউল করিম রেজা, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি জাহানারা ইসলামসহ ছাত্র প্রতিনিধি ও স্কাউট সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট,ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে নিরাপদ খাদ্য আইন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি দিয়ে হাত ধোঁয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন,সচেতনতামূলক লিফলেট ও তার ধারণা প্রদান করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা, নিয়মিত বাজার মনিটরিং, অভিযোগ নিষ্পত্তি,ভোক্তা হিসেবে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পণ্যের মোড়কে সংশ্লিষ্ট তথ্যাদি দেখে গণনা করুন,ক্রয় রশিদ গ্রহণান্তে মালামাল সংগ্রহ করুন,পণ্য বা সেবা সম্পর্কে পরিপূর্ণভাবে জেনে পণ্য ক্রয় করুন,বিজ্ঞাপন না বুঝে পণ্য সংগ্রহ থেকে বিরত থাকুন,সরকারি / পেশাদারী ট্রেডমার্ক সম্বলিত পণ্য ক্রয় করুন,পণ্য বা সেবা সম্পর্কে অন্ধ বিশ্বাস পরিহার করুন,পণ্য বা সেবা সম্পর্কে অভিযোগে যথাযথ কর্তৃপক্ষের নিকট দায়ের করুনসহ বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়।

এ ছাড়া ভোক্তা সাধারণের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করার কথা জানানো হয়। অভিযোগগুলো সরাসরি লিখিত,ডাকযোগে,ই-মেইলে,CCMS সফটওয়্যার শীর্ষক ওয়েবপোর্টালের (www.dncrp.com ) মাধ্যমে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানানো যায় বলে এ সময় উল্লেখ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে: আলী রীয়াজ

This will close in 6 seconds

অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহনের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি- সেমিনারে জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষার্থী,স্কাউটস ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী।তিনি নিরাপদ খাদ্যের গুরুত্ব ও অনিরাপদ খাদ্যের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীর কারণে খাদ্যের নিরাপত্তা আজ আমাদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তাই তিনি নিরাপদ খাদ্য প্রাপ্তিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। এছাড় সকল শিক্ষার্থীসহ স্কাউট,কাব স্কাউটদের স্কুলে ও ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,হাত ধোঁয়ার নিয়মাবলি সম্পর্কে পরিবারসহ সকলকে সচেতন করার আহবান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো নাজমুল ইসলাম,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ, প্রেসক্লাব সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, টুয়াক সভাপতি এম রেজাউল করিম রেজা, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি জাহানারা ইসলামসহ ছাত্র প্রতিনিধি ও স্কাউট সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট,ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে নিরাপদ খাদ্য আইন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি দিয়ে হাত ধোঁয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন,সচেতনতামূলক লিফলেট ও তার ধারণা প্রদান করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা, নিয়মিত বাজার মনিটরিং, অভিযোগ নিষ্পত্তি,ভোক্তা হিসেবে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পণ্যের মোড়কে সংশ্লিষ্ট তথ্যাদি দেখে গণনা করুন,ক্রয় রশিদ গ্রহণান্তে মালামাল সংগ্রহ করুন,পণ্য বা সেবা সম্পর্কে পরিপূর্ণভাবে জেনে পণ্য ক্রয় করুন,বিজ্ঞাপন না বুঝে পণ্য সংগ্রহ থেকে বিরত থাকুন,সরকারি / পেশাদারী ট্রেডমার্ক সম্বলিত পণ্য ক্রয় করুন,পণ্য বা সেবা সম্পর্কে অন্ধ বিশ্বাস পরিহার করুন,পণ্য বা সেবা সম্পর্কে অভিযোগে যথাযথ কর্তৃপক্ষের নিকট দায়ের করুনসহ বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়।

এ ছাড়া ভোক্তা সাধারণের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করার কথা জানানো হয়। অভিযোগগুলো সরাসরি লিখিত,ডাকযোগে,ই-মেইলে,CCMS সফটওয়্যার শীর্ষক ওয়েবপোর্টালের (www.dncrp.com ) মাধ্যমে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানানো যায় বলে এ সময় উল্লেখ করা হয়।