কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে বিভিন্ন মাল্টিমিডিয়া হাউজের ফুটবল টুর্নামেন্ট। সেখানে অংশ নিয়েছে ১০টি মাল্টিমিডিয়া হাউজ।
মঙ্গলবার বিকেলে খুরুশকুলের বেসরকারি ক্ষুদ্র মাঠ হোমিস স্পোর্টস এরিনাতে টুর্নামেন্টের সূচনা করেন অনলাইন গণমাধ্যম গুলোর সম্পাদকসহ সংশ্লিষ্টরা।
প্রথমদিনের ১ম খেলায় জয় পেয়েছে সিসিএন। তারা প্রতিপক্ষ কোহেলিয়ার সাথে ৪-০ ব্যবধানে জয় পায়। দুর্দান্ত খেলা উপহার দিয়ে ম্যান অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পায় সিসিএনের নিজস্ব প্রতিবেদক ১৬ নাম্বার জার্সির প্রবাল পাল।
২য় খেলায় কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিবিএনকে ২-১ গোলের ব্যবধানে হারায় সিজেএন। এতে ম্যান অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পায় সিজেএন এর অন্তর দে বিশাল।