রামু সরকারি কলেজের নতুন অধ্যাপক হিসেবে মোহাম্মদ হাছানুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ হাছানুল ইসলাম পূর্বে চট্টগ্রাম সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত,গত ১৯ আগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যক্ষ মুজিবুল আলম। পরে অধ্যক্ষের পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন সুপ্রতীম বড়ুয়া।