মহেশখালী কালারমারছড়ায় চিকনিপাড়ায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে দাবি কোস্ট গার্ডের।
কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সকাল ০৬ টায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে অবস্থা নেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাথাড়ি গুলি করে বলে জানায় কোস্ট গার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, ডাকাতদলের এলোপাথাড়ি ছোঁড়া গুলিতে ঘটনাস্থলের পাশে থাকা শফিউল আলম (২৮) নামে একজন সাধারণ লবণচাষী গুলিবিদ্ধ হয়, পরে মারা যায়। এসময় সাধারণ লবণচাষী এবং নিজেদের আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায় বলে দাবি কোস্টগার্ডের।
জব্দকৃত এসব আগ্নেয়াস্ত্র মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।