কক্সবাজারের উখিয়ার গ্রামঞ্চলে ‘ডাকাত’ আক্রমণের গুজব ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
সোমবার (১০ মার্চ) রাত ৯ টা থেকে ফেসবুকে এসংক্রান্ত বিভিন্ন পোস্ট দেখা যায়।
উখিয়ার এক ফেসবুক ব্যবহারকারী তার টাইমলাইনে দেয়া পোস্টে লিখেছেন –
” এলাকায় চারিদিকে ডাকাত বলে মসজিদে-মসজিদে মাইকিং চলছে! সবাই পাহারা বসান। বাস্তব ঘটনা কী? (উখিয়া, রাজাপালং)”।
ফেসবুকে ‘ধ্রুব রাসেল’ নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, “গুজব বলেই মনে হচ্ছে! আর যদি বাস্তবেও হয়ে থাকে ইনশাআল্লাহ এলাকাবাসী সক্রিয় আছে,প্রশাসনের তৎপরতাও পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ ভরসা”।
স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ইমরান লিখেছেন – ” উত্তর-পুকুরিয়ায় ডাকাতি হচ্ছে ওখানে গেলাম, মানুষ বললো তুতুবিল নাকি ডাকাতি হচ্ছে, আবার তুতুরবিল গেলাম, ওখানকার মানুষ বললো পাইন্নাশিয়া ডাকাতি হচ্ছে অর্থাৎ সুলতান ভাইয়ের এলাকায়! তখন কনফার্ম হলাম এসব গুজব ছাড়া আর কিছুই না।”
এখন পর্যন্ত কোথাও সত্যিকার অর্থে ডাকাত আক্রমণ করেছে সে খবর পাওয়া যায়নি।
ফেসবুকে বিষয়টি নিয়ে লেখালেখির জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা দেখা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ” পুলিশের টহল বাড়ানো হয়েছে, আমি নিজেও বেশ কয়েকটি এলাকা ঘুরেছি কোথাও ডাকাত এসেছে এমন সত্যতা পাইনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”