চকরিয়ার বদরখালীতে পৈতৃক সম্পত্তি চাওয়াকে কেন্দ্র করে নাছিমা আক্তার (৪৫) নামে এক নারীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে তার আপন ভাইয়েরা।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বদরখালী কুতুবদিয়া পাড়া ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাছিমা মোজাহারুল কাদেরের মেয়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে পাঠান।
আহত নাছিমার ছেলে জানান, তার মায়ের দুই পা এবং হাতের আঙুল প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
নাছিমা অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি চাওয়ায় তার আপন ভাই ছৈয়দ মোহাম্মদ রিয়াস ও রুহুল কাদের বাবুলের নেতৃত্বে আরও কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এর আগেও তারা হামলার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি। পরিবারের নিরাপত্তার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “হামলার শিকার নারী জখম অবস্থায় থানায় এসেছিলেন। তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”