কক্সবাজারের রামুতে নবগঠিত শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের আত্মপ্রকাশ এবং শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে শ্রী শ্রী রামকুট তীর্থধাম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শপথ গ্রহণ করেন, শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের নতুন কমিটির সভাপতি বিজয় ধর ও সাধারণ সম্পাদক রনতোষ দত্ত।
শপথগ্রহণ ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি স্বদীপ শর্মা, সহ সাধারণ সম্পাদক দোলন ধর, কোষাধ্যক্ষ প্রিয় পাল, সাংগঠনিক সম্পাদক উত্তম দেওয়ানজী জনি, দপ্তর সম্পাদক সুজন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন ধর, মহিলা সম্পাদিকা ঝিনু শর্মা, আপ্যায়ন সম্পাদক রাজীব চক্রবর্তী, উন্নয়ন সম্পাদক রুপন ধর, সহ- উন্নয়ন সম্পাদক মিঠুন চন্দ্র নাথ, আইন সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ।
এতে উপস্থিত ছিলেন, ডা: কেপি দাশ, এডভোকেট দীলিপ ধর, শ্রী শ্রী রামকুট তীর্থধাম মহারামনবমী মেলা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অপূর্ব পাল, নাট্যকার সুশান্ত পাল বাচ্চু, রতন দেওয়ানজী, কক্সবাজার শহর পূজা কমিটির সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, যুবনেতা মিন্টু কুমার দে সাজু, বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তি রুপন দেবনাথ, উখিয়া জুয়েলারী সমিতির সভাপতি মিলন ধর, উল্লাশ ধর, প্রদীপ ভট্টাচার্য, রুপন ধর ও উজ্জ্বল দাশ প্রমূখ।
নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ এতে অংশ নেন।