জাতীয় ফুটবল লীগ ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন মহেশখালীর মারুফুল ইসলাম শাওন। তাঁর বাড়ি উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলা। খেলার পূর্ণ সময়ে ২-০ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক কক্সবাজার জেলা।
খেলার নৈপুণ্যতা, পায়ে বলে জাদুকরী পাস, প্রতিপক্ষ দলের রক্ষণভাগ দুমড়েমুচড়ে দিয়ে গোল পোস্টে বল পাঠিয়ে দলের জন্য বিজয়ের সোনার হরিণ ছিনিয়ে আনার অন্যতম সৈনিক ছিলেন মারুফুল ইসলাম শাওন।
পরে ফাইনাল ম্যাচের অতিথি ও বিচারকদের মনোনয়নে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হয় মহেশখালীর শাওন। এসময় তাঁকে অতিথিরা প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন। শাওনের এই অর্জনে তার সতীর্থ ও সহপাঠীদের মধ্যে আনন্দের আমেজ বয়ে যাচ্ছে।