কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মারা যাবেন স্ট্যাটাস দিয়ে আরমানুল ইসলাম শান্ত(২২)নামে এক যুবক গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ১০ মার্চ সকাল ৮টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়া তমতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত আরমান ওই এলাকার ওই এলাকার মৃত সেলিম উদ্দিন ছেলে।মৃত্যুর পূর্বে (শান্ত) তার নিজের ফেসবুক স্ট্যাটাস লিখেছেন -আমি খারাপ না এই দুনিয়ায় না থাকলে চলবে।
তার দুইঘন্টা পর আরেক স্ট্যাটাসে লিখেছেন-আসলেই মারা গেলে ভালো হবে।হে আল্লাহ তুমি যেন তাড়াতাড়ি আমাকে তুলে নাও আমি আর বাঁচতে চাইনা।
স্থানীয়রা জানায়-নিহত আরমানুল ইসলাম শান্ত ওয়াইফাইতে চাকরি করতেন।
তার সাথে একটা মেয়ের দীর্ঘদিন সম্পর্ক ছিল।ওই মেয়ের সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়।তাদের ধারণা প্রেমে ব্যার্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।
চকরিয়া থানার ওসি তদন্ত ইয়াছিন মিয়া বলেন গাছের সাথে গলায় ফাঁস দিয়ে যুবকটি আত্মহত্যা করেছেন।লাশের সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।