কক্সবাজারের চকরিয়ায় গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় মালবাহী ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এসময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। আহত দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে ভর্তি করা হয়েছে। তবে আহত চালক ও হেলপারের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সোমবার (১৪ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটায় রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ কেবিনসহ আলাদা হয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেন চকরিয়ায় পৌঁছালে পেকুয়া থেকে চকরিয়াগামী মালবোঝাই ট্রাক রেললাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, রেললাইনের চকরিয়া-পেকুয়া সড়কের মছনিয়াকাটা ক্রসিং এলাকায় গেটম্যান থাকে না ফলে বড়ধরনের দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালক-হেলপার হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।