২১ ডিসেম্বর রাত ৩ টা ৫০ মিনিট। ঈদগাঁও জালালাবাদে মাইক্রোবাসযোগে গরু লুট করতে আসে ডাকাতদল।
এসময় রাবারড্যাম ব্রিজ এলাকায় টহল দিচ্ছিলো পুলিশের একটি দল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে ডাকাত দল শুরু হয় পুলিশের সাথে গোলাগুলি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মজুমদার টিটিএনকে মুঠোফোন জানান, এই ঘটনায় ডাকাত দলের সাথে ১০ রাউন্ড গুলি বিনিময় হয় কিন্তু কাউকে আটক করা যায়নি। তবে ৪ জন ভিকটিমকে পুলিশ উদ্ধার করেছে যাদের ডাকাত দল আটকে রেখে ছিলো।এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশী অনুসন্ধান চলছে বলে তিনি জানান।
জালালাবাদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান,ডিউটিরত পেট্রোল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে দ্রুত সরে যায়।পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ডাকাতদলের এমন তৎপরতার আতংকিত এলাকাবাসী পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদারের দাবী জানিয়েছে।
তানভীর শিপু 























