কক্সবাজারের কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
অভিযানকালে স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৮৯(২) ধারায় ৩টি মামলায় ৮ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ০৪ ধারায় ১টি মামলায় ১০ হাজার টাকা এবং সড়ক ও পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারা ৬টি মামলায় ৮ হাজার টাকাসহ মোট ১০টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন, “জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে। জনস্বাস্থ্যকে উপেক্ষা করে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”
অভিযানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।