ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ভার্সিটি পড়ুয়া মেয়ের আকুতি. মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ির অনুমোদন লবণের ন্যায্যমূল্যের দাবীতে শিল্প উপদেষ্টা বরাবর সাবেক এমপি আলমগীর ফরিদের স্মারকলিপি প্রদান ঢাকার যুবদল নেতা হত্যা মামলায় জাফর কারাগারে সেন্টমার্টিনে অসহায় মানুষের জন্য কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন— দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি “একজন মানুষের জন্ম মৃত্যু আমাদের হাতে, তাহলে আমরাই কেন নির্যাতনের শিকার হবো?” বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম : হাসনাত জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন অন্যায় আবদার না করার আহ্বান আইজিপির বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইন উপদেষ্টা মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী: মহিলা পরিষদ শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার উপজেলা স্বীকৃতির ২৩ তম বার্ষিকী পালন করলো পেকুয়া

কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন— দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সমুদ্রের গর্জনে মুখরিত কক্সবাজার — পাহাড়, প্রকৃতি আর পর্যটকে সমৃদ্ধ এক অনন্য জেলা। কিন্তু আধুনিক চিকিৎসা সেবার দিক দিয়ে যেন রয়ে গেছে পিছিয়ে। প্রায় ২৯ লক্ষ মানুষের বসবাস, সঙ্গে ১২ লক্ষাধিক রোহিঙ্গা, হাজারো সরকারি-বেসরকারি কর্মজীবী এবং প্রতিদিন আগত অগণিত পর্যটক — অথচ নেই একটি সরকারি কিডনি ডায়ালাইসিস সেন্টার। কক্সবাজারবাসীর এই দীর্ঘদিনের অবহেলার ক্ষোভ এবার রূপ নিলো মানববন্ধনে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা চত্বরে আয়োজন করা হয় এক শান্তিপূর্ণ মানববন্ধনের। “কক্সবাজারবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করো”—এই স্লোগানে একত্রিত হন জেলার স্বেচ্ছাসেবক, সচেতন নাগরিক এবং সর্বদলীয় মানুষ। বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, এনসিপি — রাজনীতির বিভাজন ভুলে সবাই এক কাতারে।

মানববন্ধনে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, আমার স্ত্রী একজন কিডনি রোগী। ডায়ালাইসিস করাতে সূদুর চট্টগ্রাম নিয়ে যেতে হয়। যেখানে সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস করতে হয়। প্রতিবার ৪ হাজার টাকা করে সপ্তাহে ১২ টাকা খরচ হয়। এছাড়া আয়রন ইনজেকশন দিতে হয়। এমন খরচের চিকিৎসা কক্সবাজার থেকে ১৫০ কিলোমিটার দূরে গিয়ে করানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমরা অনতিবিলম্বে কক্সবাজার সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবি জানাই। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে ২৪ এর গণ-অভ্যুত্থানের মতো আন্দোলন করে দাবি আদায় করা হবে। প্রথমে আমরা মতবিনিময় করেছি, এরপর এখানে মানববন্ধন করছি, পরবর্তীতে রাস্তায় নেমে অবরোধ করা হবে বলেও জানান তিনি।

জামায়াত নেতা শহিদুল ইসলাম বাহাদুর বা ভিপি বাহাদুর বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবশ্যই কিডনি ডায়ালাইসিস সেন্টার প্রয়োজন। আমাদের দাবি যৌক্তিক। যৌক্তিক দাবির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার দাবি জানান।

বাম নেতা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, প্রথমে কক্সবাজার মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যদি কলেজ পূর্ণাঙ্গ হয় তাহলে সকল আধুনিক সুযোগসুবিধা পাব। পাশাপাশি এনজিও থেকে বরাদ্দ পাওয়া স্থানীয় জনগোষ্ঠীর ২৫% থেকে একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার অনুরোধ জানাচ্ছি। এটি করার জন্য আমরা একমাস সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে করতে হবে। নাহয় আমরা কঠোর আন্দোলনে যাব।

আমরা কক্সবাজারবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, আমরা সকল মানুষ একত্রিত হয়েছি কিডনি ডায়ালাইসিস সেন্টারের মতো আমাদের মৌলিক অধিকার আদায় করতে। আমাদের চাইতে হবে কেন। আমাদের অবশ্যই কিডনি ডায়ালাইসিস সেন্টার দিতে হবে কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায়।

পরবর্তীতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবি জানানো হয় জেলা প্রশাসককে।

বিষয়টি নিয়ে মানববন্ধনের সংগঠক ইমরান হোসাইন নবি বলেন, কক্সবাজার জেলা গুরুত্বপূর্ণ একটি এলাকা। আমরা গুরুত্বপূর্ণ এই অঞ্চলে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার দাবি জানাচ্ছি। এটি সরকার চাইলে এখনই সম্ভব। বেশি টাকা তো দরকার নেই। এখানে অনেক এনজিও কাজ করে। তাদের বললেও হয়ে যায়। তাই আমাদের যৌক্তিক দাবি সরকারকে জানিয়েছি।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, কক্সবাজার সদর হাসপাতালে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য এই মানববন্ধন থেকে সরকার, সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সকলকে দাবি জানাচ্ছি। আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিদেশে না গিয়ে আমাদের দেশে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ভার্সিটি পড়ুয়া মেয়ের আকুতি.

This will close in 6 seconds

কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন— দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সমুদ্রের গর্জনে মুখরিত কক্সবাজার — পাহাড়, প্রকৃতি আর পর্যটকে সমৃদ্ধ এক অনন্য জেলা। কিন্তু আধুনিক চিকিৎসা সেবার দিক দিয়ে যেন রয়ে গেছে পিছিয়ে। প্রায় ২৯ লক্ষ মানুষের বসবাস, সঙ্গে ১২ লক্ষাধিক রোহিঙ্গা, হাজারো সরকারি-বেসরকারি কর্মজীবী এবং প্রতিদিন আগত অগণিত পর্যটক — অথচ নেই একটি সরকারি কিডনি ডায়ালাইসিস সেন্টার। কক্সবাজারবাসীর এই দীর্ঘদিনের অবহেলার ক্ষোভ এবার রূপ নিলো মানববন্ধনে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা চত্বরে আয়োজন করা হয় এক শান্তিপূর্ণ মানববন্ধনের। “কক্সবাজারবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করো”—এই স্লোগানে একত্রিত হন জেলার স্বেচ্ছাসেবক, সচেতন নাগরিক এবং সর্বদলীয় মানুষ। বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, এনসিপি — রাজনীতির বিভাজন ভুলে সবাই এক কাতারে।

মানববন্ধনে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, আমার স্ত্রী একজন কিডনি রোগী। ডায়ালাইসিস করাতে সূদুর চট্টগ্রাম নিয়ে যেতে হয়। যেখানে সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস করতে হয়। প্রতিবার ৪ হাজার টাকা করে সপ্তাহে ১২ টাকা খরচ হয়। এছাড়া আয়রন ইনজেকশন দিতে হয়। এমন খরচের চিকিৎসা কক্সবাজার থেকে ১৫০ কিলোমিটার দূরে গিয়ে করানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমরা অনতিবিলম্বে কক্সবাজার সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবি জানাই। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে ২৪ এর গণ-অভ্যুত্থানের মতো আন্দোলন করে দাবি আদায় করা হবে। প্রথমে আমরা মতবিনিময় করেছি, এরপর এখানে মানববন্ধন করছি, পরবর্তীতে রাস্তায় নেমে অবরোধ করা হবে বলেও জানান তিনি।

জামায়াত নেতা শহিদুল ইসলাম বাহাদুর বা ভিপি বাহাদুর বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবশ্যই কিডনি ডায়ালাইসিস সেন্টার প্রয়োজন। আমাদের দাবি যৌক্তিক। যৌক্তিক দাবির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার দাবি জানান।

বাম নেতা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, প্রথমে কক্সবাজার মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যদি কলেজ পূর্ণাঙ্গ হয় তাহলে সকল আধুনিক সুযোগসুবিধা পাব। পাশাপাশি এনজিও থেকে বরাদ্দ পাওয়া স্থানীয় জনগোষ্ঠীর ২৫% থেকে একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার অনুরোধ জানাচ্ছি। এটি করার জন্য আমরা একমাস সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে করতে হবে। নাহয় আমরা কঠোর আন্দোলনে যাব।

আমরা কক্সবাজারবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, আমরা সকল মানুষ একত্রিত হয়েছি কিডনি ডায়ালাইসিস সেন্টারের মতো আমাদের মৌলিক অধিকার আদায় করতে। আমাদের চাইতে হবে কেন। আমাদের অবশ্যই কিডনি ডায়ালাইসিস সেন্টার দিতে হবে কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায়।

পরবর্তীতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবি জানানো হয় জেলা প্রশাসককে।

বিষয়টি নিয়ে মানববন্ধনের সংগঠক ইমরান হোসাইন নবি বলেন, কক্সবাজার জেলা গুরুত্বপূর্ণ একটি এলাকা। আমরা গুরুত্বপূর্ণ এই অঞ্চলে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার দাবি জানাচ্ছি। এটি সরকার চাইলে এখনই সম্ভব। বেশি টাকা তো দরকার নেই। এখানে অনেক এনজিও কাজ করে। তাদের বললেও হয়ে যায়। তাই আমাদের যৌক্তিক দাবি সরকারকে জানিয়েছি।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, কক্সবাজার সদর হাসপাতালে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য এই মানববন্ধন থেকে সরকার, সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সকলকে দাবি জানাচ্ছি। আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিদেশে না গিয়ে আমাদের দেশে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।