কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘরে অভিযান চালিয়ে এক লাখ ১২ হাজারের বেশী ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১১ ব্লকে র্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানে অভিযান চালিয়ে এক লক্ষ ১২ হাজার ৪শ ৬৩ পিস উদ্ধার করা হয় বলে জানান, র্যাব-১৫ এর সহকারি পরিচালক সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
এসময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারী কে আটক করা হয়।
আ. ম. ফারুক বলেন, শনিবার ভোররাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১১ ব্লকে বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবর দেয় সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই। পরে ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২/৩ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়।
পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে ছোট তিনটি বস্তার ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ১২ হাজার ৪৬৩ টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ঘরটিতে অবস্থানকারি এক নারীকে আটক করা হয়েছে। “
আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
নিজস্ব প্রতিবেদক : 























