ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের সংগ্রাম ও বৈষম্যবিরোধী গণ-আন্দোলনে আহত, শহিদের পরিবারের মাঝে ঈদ উপহার (নগদ টাকা ) তুলে দিলো কক্সবাজার জেলা ছাত্রদল।
শনিবার ( ২৯ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাত ১১ টা দিকে উপহার সামগ্রী তুলে দেন কক্সবাজার জেলা ছাত্রদল। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করা হয়।
জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো মো. দিল মোহাম্মদ,কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহীদ এএইচএম তানভীর, কক্সবাজার সিটি কলেজের ছাত্রদল নেতা জিসান,শহীদ তোফায়েল আহমেদ পরিবারকে ঈদ উপহার (নগদ টাকা ) দেয়া হয় ।
এসময় কক্সবাজার জেলা ছাত্রদলে সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। তাদের আর্থিক অবস্থা বিবেচনায় ভবিষ্যতে আরও সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
এসময় কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।