রামুর আলোচিত ছিনতাইকারী মোহাম্মদ সেলিম প্রকাশ রামু থানা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে।
বুধবার ( ২ এপ্রিল) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন এসআই রাহুল রায়।
গ্রেফতার মোহাম্মদ সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার নুরুল হকের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান,চা – বাগান এলাকার কুখ্যাত ছিনতাইকারী মোহাম্মদ সেলিমকে গ্রেফতারী পরওয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে। সেলিম তার নিজস্ব একটি ছিনতাইকারী বাহিনী গঠন করে রামুর চা – বাগান, রামু স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাবার বাগান এলাকায় পর্যটকদের জিন্মি করে ছিনতাই করে আসতো। তার বিরুদ্ধে রামু থানায় চুরি,ছিনতাই,দস্যুতা এবং ডাকাতি প্রস্তুতি সহ একাধিক মামলা রয়েছে।