মানব পাচার প্রতিরোধে কক্সবাজারে সিটিআইপি কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) ও বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুই দিনব্যাপী অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর আয়োজনে শহরের হোটেল মিডিয়াতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মানব পাচারের শিকারদের পুনর্বাসন ও সুরক্ষা, কর্মশালায় অংশগ্রহণকারীরা মানব পাচারের বিভিন্ন দিক, শিকারদের সহায়তা করার উপায় এবং আইনী প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশ নেওয়া সিটিআইপি সদস্যরা জানান, মানব পাচারের শিকারদের পুনর্বাসন ও সুরক্ষার জন্য নেওয়া এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের কর্মশালার মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
এছাড়াও মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প সার্ভাইবারদের আস্তা অর্জন, সমাজে সুফল বয়ে আনছে বলে মনে করছেন।
এসময় উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল আঞ্চলিক সমন্বয়কারী পঙ্কজ গোস্বামী, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডিরেক্টর লুৎফুন নাহার কান্ত, উন্নয়ন সংস্থা প্রত্যাশীর প্রোগ্রাম ম্যানেজার তাসনিম আলম, এএসডি আশাশ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সঞ্জিত দাস গুপ্ত, এএসডি আশাশ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী রিকাবদারসহ সংশ্লিষ্টরা।