ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব ২৯ এপ্রিলকে স্মরণে রাখতে জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস দাবীতে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের বিবৃতি ভয়াল ২৯ এপ্রিলে কক্সবাজারে মানববন্ধন ও কাঁপনের কাপড় পরে অবস্থান কর্মসূচি থেকে টেকসই বেড়িবাঁধ-ফেরির দাবি ২৯ এপ্রিলকে জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস ঘোষণার দাবী কসউবি প্রাক্তনীদের আজ ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন ঈদগাঁও’র পোকখালীতে বজ্রপাতে এক লবন শ্রমিকের মৃত্যু ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ভার্সিটি পড়ুয়া মেয়ের আকুতি. মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ির অনুমোদন লবণের ন্যায্যমূল্যের দাবীতে শিল্প উপদেষ্টা বরাবর সাবেক এমপি আলমগীর ফরিদের স্মারকলিপি প্রদান ঢাকার যুবদল নেতা হত্যা মামলায় জাফর কারাগারে সেন্টমার্টিনে অসহায় মানুষের জন্য কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন— দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি “একজন মানুষের জন্ম মৃত্যু আমাদের হাতে, তাহলে আমরাই কেন নির্যাতনের শিকার হবো?” বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম : হাসনাত জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন

ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 204

সম্পর্ক বজায় রাখবে।

তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশ রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সেবা স্থগিত রয়েছে বলেও জানান কমিটিকে।

তিনি কমিটিকে বলেন, ভারত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন হলেও বাংলাদেশের প্রশাসন এসব সহিংসতার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে। তিনি জানান তার সফরের পরে দুই দেশের সম্পর্কের স্পষ্ট উন্নতি হয়েছে।

বিক্রম মিশ্রি বলেন, সফরে দুই পক্ষই তাদের উদ্বেগ প্রকাশ ও ব্যাখ্যা করেছে। ভারতের পক্ষ থেকে  বাংলাদেশ কর্তৃপক্ষের অনেক দোষী সাব্যস্ত “সন্ত্রাসী” যারা ভারত বিরোধী বক্তব্যে লিপ্ত রয়েছে তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্যও প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে।

ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তোলেনি বলে জানান ভারতীয় পররাষ্ট্রসচিব। যদিও এমন খবর গণমাধ্যমে দেয়া হয়েছিল।

ছাত্র-জনতার আন্দোলনে আগস্টে শেখ হাসিনা পতন ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে বেশ টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রসচিব।

সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ঢাকার সফর শেষে গতকাল বুধবার প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে দিল্লিতে ভারতীয় সংসদ সদস্যদের (এমপি) ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেখানে এসব কথা বলেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

This will close in 6 seconds

ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি

আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

সম্পর্ক বজায় রাখবে।

তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশ রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সেবা স্থগিত রয়েছে বলেও জানান কমিটিকে।

তিনি কমিটিকে বলেন, ভারত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন হলেও বাংলাদেশের প্রশাসন এসব সহিংসতার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে। তিনি জানান তার সফরের পরে দুই দেশের সম্পর্কের স্পষ্ট উন্নতি হয়েছে।

বিক্রম মিশ্রি বলেন, সফরে দুই পক্ষই তাদের উদ্বেগ প্রকাশ ও ব্যাখ্যা করেছে। ভারতের পক্ষ থেকে  বাংলাদেশ কর্তৃপক্ষের অনেক দোষী সাব্যস্ত “সন্ত্রাসী” যারা ভারত বিরোধী বক্তব্যে লিপ্ত রয়েছে তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্যও প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে।

ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তোলেনি বলে জানান ভারতীয় পররাষ্ট্রসচিব। যদিও এমন খবর গণমাধ্যমে দেয়া হয়েছিল।

ছাত্র-জনতার আন্দোলনে আগস্টে শেখ হাসিনা পতন ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে বেশ টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রসচিব।

সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ঢাকার সফর শেষে গতকাল বুধবার প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে দিল্লিতে ভারতীয় সংসদ সদস্যদের (এমপি) ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেখানে এসব কথা বলেন তিনি।