ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক ইকবাল হত্যায় মামলা দায়ের জুলাই থেকে আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর টেকনাফে অপহরণকারীদের সাথে যৌথবাহিনীর গোলাগুলি: গুলিবিদ্ধ এক সুফি/কাওয়ালী সংগীত বিষয়ক প্রশিক্ষণ শুরু কক্সবাজার শিল্পকলায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কক্সবাজার সিটি কলেজে ছাত্রদলের মানববন্ধন ডিসি নিয়োগ ও বই ছাপানোয় অনিয়মের অভিযোগ: এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি উখিয়া কলেজের শিক্ষক ইকবালের জানাজায় শোকার্ত মানুষের ঢল রাষ্ট্রপতির দণ্ড মওকুফের তালিকা প্রকাশ প্রশ্নে হাইকোর্টের রুল আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা সাংবাদিক নিশানের পিতার মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র শোক হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ পোপ ফ্রান্সিস মারা গেছেন ব্যারিস্টার তুরিন আফরোজকে এবার গ্রেপ্তার দেখানো হল হত্যা মামলায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ
কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে-জেলা প্রশাসক

“দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে।”কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সোমবার (৯ নভেম্বর) “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত হয়।

এদিন সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে দিবসটি ঘিরে অনুষ্ঠিত মানবন্ধন শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

সভাপতির বক্তব্যে সুবেল আহমেদ বলেন,শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। পরিবার থেকে শুরু করে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেন, সি়ভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ, পিপি এডভোকেট সিরাজউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান,
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, ছাত্র সমন্বয়ক রবিউল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক ইকবাল হত্যায় মামলা দায়ের

This will close in 6 seconds

কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে-জেলা প্রশাসক

আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

“দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে।”কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সোমবার (৯ নভেম্বর) “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত হয়।

এদিন সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে দিবসটি ঘিরে অনুষ্ঠিত মানবন্ধন শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

সভাপতির বক্তব্যে সুবেল আহমেদ বলেন,শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। পরিবার থেকে শুরু করে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেন, সি়ভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ, পিপি এডভোকেট সিরাজউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান,
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, ছাত্র সমন্বয়ক রবিউল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।