ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন কক্সবাজার জেলার উদ্যোগে আইপিডিসি ফিন্যান্স এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়া প্রাথমিক ও উপকূলীয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা কেন্দ্রীয় ট্যুরিজম বিষয়ক সম্পাদক মো: সাঈদ। এসময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা কক্সবাজার টিমের সদস্য: মো: মিনহাজ, বেলাল উদ্দিন, শাহরিয়ার রিয়াজ এবং ভলেন্টিয়ারবৃন্দ।
এসময় ধ্রুবতারা কক্সবাজার জেলা সভাপতি রবিউল হাসান রাশেদ জানান, আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে আইপিডিসি এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিতে পেরে অনেক ধন্য মনে হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি উপকূলীয় এবং পাহাড়ি জনপদ এবং অসহায় মানুষদের জন্য কিছু করার তারই প্রেক্ষিতে আজ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমরা এ বছর কক্সবাজার জেলার ২টি স্থানে দুই ভাগে শীতবস্ত্র বিতরন করার সিদ্ধান্ত নিয়েছি একটি উপকূলীয় অঞ্চল আরেকটি পাহাড়ী অঞ্চল উপকূলীয় অঞ্চলে।