তীব্র গরমে সারাদিন মানুষের হাসফাস অবস্থা। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যার বাতাসে আর্দ্রতা ৫৭%। এমন তীব্র গরমে হঠাৎ করে কক্সবাজার শহরে নেমে এলো কয়েক ফোটা বৃষ্টি।
বৃহস্পতিবার রাত ৮ টা ৪৫ এর দিকে শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়তে দেখা যায়। তবে এই অল্প বৃষ্টিতে গরমের তাপ একেবারেই কমেনি।
তবে আরেকটু বেশি বৃষ্টি হলে কিছুটা স্বস্তি নামবে বলে জানান কক্সবাজারের বাসিন্দারা।
গেলো দুসপ্তাহ ধরে কক্সবাজারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দারা এবং কক্সবাজারের আগত পর্যটকের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।