জাবেদ ইকবাল মোহাম্মদ মাসুম। দেখতে স্বাভাবিক মানুষের মতো হলেও তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মানে কথা বলতে পারেন না এবং শুনতেও পারেন না। কথা বলতে ও শুনতে না পারলেও অত্যন্ত মেধাবী এই তরুণ লেখার মাধ্যমে যোগাযোগ করেন। বাবা মাদ্রাসা শিক্ষক। হাতেকলমে তাকে শিখিয়েছেন। ঢাকার শ্যামলি আইডিয়াল কলেজের বিএসসি অনার্স ১ম বর্ষে পড়েন তিনি।
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেউলা সিকদার পাড়া এলাকায় রাহেলা আক্তার ও মোহাম্মদ ছালেহ আহমদের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন এই অদম্য তরুণ। সে এখন নিজের খরচ যোগাতে কক্সবাজার শহরের একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করেন।
জাবেদ কক্সবাজার লাইফ-কে শেয়ার করেন তার কল্প এবং ভাবনা। খাতায় লিখে সে জানিয়েছেন, সকলের জন্য নিরাপদ হোক কক্সবাজার। সকলের সমান সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
আজকের দিনটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর। আজ ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ ” এ প্রতিপাদ্যে সারাবিশ্বে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।
আজকের এই দিনে জাবেদ ইকবাল মোহাম্মদ মাসুমের মতো হার না মানা তরুণদের কক্সবাজার লাইফের পক্ষ থেকে অজস্র ভালোবাসা এবং শ্রদ্ধা।