“ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল ২০১৭ইং ব্যাচের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতার এর আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর নতুন এবং চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে।
এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ। সকল সদস্যদের উপস্থিতি ইফতার মাহফিল বন্ধুদের যেন উৎসব মিলন মেলায় পরিণত হয়।
আয়োজকদের মধ্য থেকে মোহাম্মদ জুবাইর বলেন, পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারণে আমরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকি। তবে রমজান এলেই ইফতারকে কেন্দ্র করে প্রাণের ক্যাম্পাসে একত্রিত হই, যা আমাদের মধ্যে আত্মিক মেলবন্ধন সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জুবাইর, শাহেদ হোছাইন মুবিন,কেফায়েত উল্লাহ ,ওবায়দুল ইসলাম,মোহাম্মদ শাহিন, আব্দুল্লাহ আল মামুন ,ইমামুল হোসাইন ইমরান,ওমর ফারুক ইমন , সাজ্জাদ ওমর, রহমত উল্লাহ, মোহাম্মদ হানিফ,মোবারক রিফাত, ইউসুফ শরিফ এহসান, নুরুল আমিন, মিজানুর রহমান প্রমুখ। দাখিল ২০১৭ ব্যাচ এর মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মকর্তাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
অনুষ্ঠানের শেষ অংশে সকল বন্ধুদের উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল এবং প্রয়াত বন্ধুদের অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা এবং ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।