ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই হ’ত্যা’কা’ণ্ড ইতিহাসের কলঙ্ক, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন : খালেদা জিয়া” সিসিএন ও সিজেএন এর জয় হাসনাত-সারজিসকে ১০০ বার ফোন দিলেও রিসিভ করে না: শহীদ আবদুল্লাহর মায়ের অভিযোগ ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একই পরিবারের ১৩ জনসহ ৪৬ জনের মৃত্যু জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই! কচ্ছপিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ইয়াবা বিক্রি: ইয়াবা’সহ ধৃত ভুট্টো সালাহউদ্দিন আহমদের জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রদলের নানা আয়োজন কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা আগামী ২০ জুলাই থেকে শহীদ দৌলত ময়দানে হবে বৃক্ষ মেলা সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক উখিয়ার গফুর চেয়ারম্যানের দুই দিনের ‘রিমান্ড’ মঞ্জুর

কী কী পরিকল্পনা নিয়ে এসেছেন, ‘আল্লাহ মালুম’: খলিল প্রসঙ্গে সালাহউদ্দিন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার ‘বিতর্কিত ভূমিকার’ কারণে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থাগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর এক আলোচনায় তিনি উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনার দাবিও তোলেন।

একটি ইংরেজি প্রবাদ তুলে ধরে তিনি বলেন, “চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ সংস্কার করুন; আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন, তারা একটা দলের।”

সম্প্রতি খলিলুর রহমানের পাশাপাশি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি তুলেছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও লিখিতভাবে এ দাবি জানিয়ে এসেছে দলটি।

খলিলুর রহমানের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “আরেকজন উপদেষ্টা বিদেশভ্রমণ করেছেন ২০ বছর; এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন।

“তার বিতর্কিত ভূমিকার কারণে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি আর কী কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না, আল্লাহ মালুম।”

সালাহউদ্দিন বলেন, “আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টাদের মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। যদি সরিষার মধ্যে ভূত রেখে আপনি সংস্কার সংস্কার করেন, সংস্কার হবে না।”

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এ সভা আয়োজন করে। তাতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন প্রধান বক্তা।

‘কয়টার সংস্কার করেছেন?’

সালাহউদ্দিন বলেন, “যেসব সংস্কারে সবাই একমত হবে, ন্যাশনাল কনসেনসাস হবে, সেগুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন, আমাদেরকে বলেন।

“যেসব সংস্কার সাংবিধানিক, সেগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে- এটাই হল আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন?”

নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনের যেসব সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে, সেগুলো তুলে ধরেন সালাহউদ্দিন।

চার দিনের সফরে জাপানে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তার এ সফরের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “শুনছি আজ নাকি একটা বক্তৃতা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। উনি অবশ্য দেশে কম কথা বলেন। বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি।

“ওখানে উনি বলেছেন যে, মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছি, আমি অনলাইনে পড়ে এলাম- যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয়, তাহলে নাকি খুব তাড়াহুড়া করে সংস্কার করতে হবে- এটা তার বক্তব্য।

“আমাদের কথা হল, ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’। আমরা বলেছি, আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন।”

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কারের বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। গণতান্ত্রিক শক্তি বিভক্তি সৃষ্টি করার মত কোনো শক্তিকে সুযোগ দেবেন না।”

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বক্তব্য রাখেন।

সুত্র : বিডিনিউজ ২৪.কম

ট্যাগ :

জুলাই হ’ত্যা’কা’ণ্ড ইতিহাসের কলঙ্ক, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন : খালেদা জিয়া”

This will close in 6 seconds

কী কী পরিকল্পনা নিয়ে এসেছেন, ‘আল্লাহ মালুম’: খলিল প্রসঙ্গে সালাহউদ্দিন

আপডেট সময় : ০১:২৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার ‘বিতর্কিত ভূমিকার’ কারণে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থাগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর এক আলোচনায় তিনি উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনার দাবিও তোলেন।

একটি ইংরেজি প্রবাদ তুলে ধরে তিনি বলেন, “চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ সংস্কার করুন; আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন, তারা একটা দলের।”

সম্প্রতি খলিলুর রহমানের পাশাপাশি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি তুলেছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও লিখিতভাবে এ দাবি জানিয়ে এসেছে দলটি।

খলিলুর রহমানের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “আরেকজন উপদেষ্টা বিদেশভ্রমণ করেছেন ২০ বছর; এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন।

“তার বিতর্কিত ভূমিকার কারণে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি আর কী কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না, আল্লাহ মালুম।”

সালাহউদ্দিন বলেন, “আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টাদের মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। যদি সরিষার মধ্যে ভূত রেখে আপনি সংস্কার সংস্কার করেন, সংস্কার হবে না।”

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এ সভা আয়োজন করে। তাতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন প্রধান বক্তা।

‘কয়টার সংস্কার করেছেন?’

সালাহউদ্দিন বলেন, “যেসব সংস্কারে সবাই একমত হবে, ন্যাশনাল কনসেনসাস হবে, সেগুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন, আমাদেরকে বলেন।

“যেসব সংস্কার সাংবিধানিক, সেগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে- এটাই হল আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন?”

নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনের যেসব সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে, সেগুলো তুলে ধরেন সালাহউদ্দিন।

চার দিনের সফরে জাপানে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তার এ সফরের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “শুনছি আজ নাকি একটা বক্তৃতা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। উনি অবশ্য দেশে কম কথা বলেন। বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি।

“ওখানে উনি বলেছেন যে, মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছি, আমি অনলাইনে পড়ে এলাম- যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয়, তাহলে নাকি খুব তাড়াহুড়া করে সংস্কার করতে হবে- এটা তার বক্তব্য।

“আমাদের কথা হল, ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’। আমরা বলেছি, আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন।”

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কারের বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। গণতান্ত্রিক শক্তি বিভক্তি সৃষ্টি করার মত কোনো শক্তিকে সুযোগ দেবেন না।”

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বক্তব্য রাখেন।

সুত্র : বিডিনিউজ ২৪.কম