ইমার্জিং নারী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়েই শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। ফিফটি করে ম্যান অফ দ্যা ম্যাচ হন বাংলাদেশের স্বর্না আক্তার।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুপুর দেড়টায় শুরু হওয়া প্রথমে ম্যাচে ব্যাটিংয়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০ ওভার শেষে ১১৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেন বাংলাদেশ নারী দলের জন্য। হাড্ডা-হাড্ডি লড়াই শেষে স্বর্ণা আক্তারের জাদুকরী অর্ধশতকের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাচঁ উইকেট হাতে রেখেই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল।
ম্যাচ পরবর্তী সাংবাদিকদের সাথে আলাপ কালে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া স্বর্ণা বলেন, জয়ের উদ্দেশ্যেই মাঠে নেমেছিললাম এবং অর্ধশতকের পর সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।
পর্যটন নগরী কক্সবাজারে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আরও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বাকি ২ম্যাচও কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে । আগামী ১৬ ও ১৮ মে মাঠে গড়াবে টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলো।