কক্সবাজার পৌর যুবলীগের সাবেক আহবায়ক শোয়েব ইফতেখার’কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)৷
মঙ্গলবার (১৩ মে) রাত ৯ টার দিকে শহরের হাসপাতাল সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি’র সূত্র নিশ্চিত করেছে।
শোয়েব শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিজিটাল হাসপাতালের সাবেক চেয়ারম্যান।
হাসপাতালটির সূত্র বলছে, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে শোয়েবের সেখানে যাতায়াত ছিলো, গ্রেফতারের পূর্ব মূহুর্তে এশার নামাজ পড়ে হাসপাতালটিতে আসছিলেন তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামী বলে জানিয়েছে পুলিশ।