কক্সবাজারে এক ব্যতিক্রমধর্মী আয়োজনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক তরুণ একত্রিত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আয়োজনে অংশগ্রহণকারীরা জাতীয় সংগীতের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন। সংগীত পরিবেশনের সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে।
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান “ধন ধান্য পুষ্পে ভরা”, “মুক্তির মন্দির সোপান তলে”, এবং “বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ”। পুরো আয়োজনে কোনো বক্তৃতা না থাকলেও শেষে নানা স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, সম্প্রতি শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দবিতে করা একটি প্রোগ্রামে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে দেশপ্রেম ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয়দের মতে, এমন আয়োজনে কক্সবাজারের তরুণরা জাতীয় চেতনাকে নতুন করে জাগিয়ে তুলেছেন।