ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দ : ৬ মাসে ৪০ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা উদ্ধার ৩৪ বিজিবির পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার হলো রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মমিনুল টেকনাফে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মোনথা এখন প্রবল ঘূর্ণিঝড়, যাচ্ছে অন্ধ্রের দিকে প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৯তম অ্যালামনাই পুনর্মিলনী ১২ ডিসেম্বর টিএসসি প্রাঙ্গণে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন জেলা প্রশাসনের কর্মচারী নজরুল ইসলাম আর নেই: মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস টেকনাফ পাহাড়ে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার ভুয়া কাগজে জমি দখলের চেষ্টা, আদালত রায় দিলো প্রকৃত মালিকের পক্ষে পেকুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ সাগরে ঘূর্ণিঝড় মোনথা, ২ নম্বর সংকেত

রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালানদের ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। এরপর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বার্সা পাঁচ বার ও রিয়াল এক বার কোপা দেল রে’র শিরোপা জিতলেও ফাইনালে দেখা হয়নি দুই দলের। ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট।

শিরোপার লড়াইয়ে আজ এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দলের চেয়ে ডের এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। ইনজুরি রিয়ালকে ভোগাচ্ছে ভালোভাবেই। বুধবার রাতে গেটাফের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই দুই রিয়াল তারকা। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়সের অফ ফর্ম দলের চিন্তার অন্যতম কারণ।

অন্যদিকে হ্যান্সি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি লা লিগা শিরোপা জয়ের দৌড়ে লস ব্লাঙ্কোসদের চেয়ে এগিয়ে আছে কাতালানরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা বার্সা ফরোয়ার্ড লেভানন্দোভস্কি। যদিও লেভানন্দোভস্কির না থাকায় দলে খুব একটা প্রভাব পড়বে না। চলতি মৌসুমে এই পোলিশ তারকাকে ছাড়া চার ম্যাচে মাঠে নেমেছিল কাতালানরা, সেখানে শতভাগ জয় দলটির। অন্যদিকে সুযোগ পেলেই সেটা কাজে লাগাচ্ছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান টরেস।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হয়েছে, সেটা দুটিতে জয় পেয়েছে বার্সেলোনা। সবশেষ জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে রিয়ালকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। এছাড়াও গেল বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে কার্লো আনচেলত্তি শিষ্যদের ৪-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্রিকের শিষ্যরা। এবার কাতালানের তিনে তিন করার মিশন।

এছাড়াও ম্যাচটি দুই দলের ২৬০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। এছাড়াও আজ রিয়ালকে হারাতে পারলে নিজেদের ইতিহাসে তৃতীয় বারের মতো ট্রেবল জয়ের দৌড়ে এগিয়ে যাবে বার্সেলোনা। প্রথমবারের মতো ২০০৮-০৯ এবং দ্বিতীয় বারের মতো ২০১৩-১৪ মৌসুমে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো ট্রেবল জিতেছিল কাতালানরা।

 

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দ : ৬ মাসে ৪০ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা উদ্ধার ৩৪ বিজিবির

This will close in 6 seconds

রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

আপডেট সময় : ১১:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালানদের ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। এরপর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বার্সা পাঁচ বার ও রিয়াল এক বার কোপা দেল রে’র শিরোপা জিতলেও ফাইনালে দেখা হয়নি দুই দলের। ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট।

শিরোপার লড়াইয়ে আজ এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দলের চেয়ে ডের এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। ইনজুরি রিয়ালকে ভোগাচ্ছে ভালোভাবেই। বুধবার রাতে গেটাফের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই দুই রিয়াল তারকা। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়সের অফ ফর্ম দলের চিন্তার অন্যতম কারণ।

অন্যদিকে হ্যান্সি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি লা লিগা শিরোপা জয়ের দৌড়ে লস ব্লাঙ্কোসদের চেয়ে এগিয়ে আছে কাতালানরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা বার্সা ফরোয়ার্ড লেভানন্দোভস্কি। যদিও লেভানন্দোভস্কির না থাকায় দলে খুব একটা প্রভাব পড়বে না। চলতি মৌসুমে এই পোলিশ তারকাকে ছাড়া চার ম্যাচে মাঠে নেমেছিল কাতালানরা, সেখানে শতভাগ জয় দলটির। অন্যদিকে সুযোগ পেলেই সেটা কাজে লাগাচ্ছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান টরেস।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হয়েছে, সেটা দুটিতে জয় পেয়েছে বার্সেলোনা। সবশেষ জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে রিয়ালকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। এছাড়াও গেল বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে কার্লো আনচেলত্তি শিষ্যদের ৪-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্রিকের শিষ্যরা। এবার কাতালানের তিনে তিন করার মিশন।

এছাড়াও ম্যাচটি দুই দলের ২৬০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। এছাড়াও আজ রিয়ালকে হারাতে পারলে নিজেদের ইতিহাসে তৃতীয় বারের মতো ট্রেবল জয়ের দৌড়ে এগিয়ে যাবে বার্সেলোনা। প্রথমবারের মতো ২০০৮-০৯ এবং দ্বিতীয় বারের মতো ২০১৩-১৪ মৌসুমে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো ট্রেবল জিতেছিল কাতালানরা।