জেলার অন্যতম ক্রীড়া-সামাজিক সংগঠন সুপ্রভাত কক্সবাজারের সাধারণ সভায় সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রভাত কক্সবাজার এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় অধ্যাপক আপন চন্দ্র দে -কে আহবায়ক ও সায়ন্তন ভট্টাচার্য -কে সদস্য সচিব করে ১৫ সদস্যের এই আহবায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনটির সিনিয়র সদস্যবৃন্দ।
এই কমিটিতে সদস্য হিসেবে আরো আছেন সুভাষ কান্তি দাশ, রাজীব কর্মকার, রাজীব রাজ দাশ, তারেকুল ইসলাম, জালাল উদ্দীন ইমন, মিটন কুমার দে, সুদীপ্ত ধর, শুভাশিস ধর, সিদুল দে, অতনু দাশ, অসীম কুমার দে, আশিস দে, শরীফুল ইসলাম ও ছোটন কান্তি দে।
নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলেন, খুব দ্রুতই একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যদিয়ে নতুন কার্যকরী কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হবে। এরমধ্যে সংগঠনের নিয়মিত কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য তারা সকল সদস্যের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, সুপ্রভাত কক্সবাজার নামীয় এই ক্রীড়া ও সামাজিক সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে ভোরবেলা শরীরচর্চা ও খেলাধুলার মধ্যদিয়ে জেলার তরুণ ও যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে চলেছে। বর্তমানে এই সংগঠন -এর সদস্য সংখ্যা ৮০ জনেরও অধিক।