চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হওয়া ‘তানভীর’কে সংবর্ধনা দিয়েছে উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি আহবায়ক মো: আয়াছুর রহমান আজিজ, সদস্য জুনায়েদ তাছিন, জাহেদ, গিয়াস উদ্দিন, মোবারক হোসেন, ইসমাইল হাসানসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
সামিন ইয়াছিন তানবীর
উখিয়ার মধ্য রাজাপালংয়ের কবির আহমদ ও রেহেনা বেগমের পুত্র।
আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি ও
সরকারি সিটি কলেজ চট্টগ্রাম থেকে ২০২৪ সালে বোর্ডে এইচএসসিতে ২২ তম স্থান অর্জন করেন মেধাবী এই শিক্ষার্থী।
তানবীর অনুভূতি ব্যক্ত করে জানান, ” আমি সি ইউনিটে(ব্যবসায় শিক্ষা অনুষদ) মানবিক বিভাগ থেকে ১ম স্থান অর্জন করতে পেরে অনেক উচ্ছ্বাসিত। আমার এই সফলতায় মহান আল্লাহ , পিতা-মাতা এবং শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যেন কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনা শেষ করে দেশসেবায় নিয়োজিত থেকে দেশ এবং পরিবারের কল্যাণ বয়ে আনতে পারি সেই জন্য দোয়া প্রার্থী।”