কক্সবাজারের উখিয়ার বনাঞ্চলে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে বন্যহাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা।
ঘটনাটি ঘটে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি বড়খাল এলাকায়। স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগ জানায়, উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনের জুমছড়ি এলাকায় একটি বন্যহাতি মৃত অবস্থায় পড়ে ছিলো।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একটি দল প্রাথমিক আলামত সংগ্রহ করে।
আলামত সংগ্রহকারী এক কর্মকর্তা জানান, “হাতিটির শরীর থেকে তিনটি গুলির খোসা বের করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই গুলির আঘাতে বন্য হাতিটি মারা যেতে পারে।”
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম জানান, “বন্যহাতি মৃত্যুর ঘটনায় সুরতহালের সময় ৩টি গুলি পাওয়া গেছে, যার কারণে ধারণা করা হচ্ছে হাতিটি গুলির আঘাতেও মারা যেতে পারে।”
এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।
বনবিভাগ সূত্রে জানা গেছে, এশিয়া জাতের হাতিটির আনুমানিক বয়স ৩৫। তবে কারা কিভাবে হাতিটিকে গুলি করলো? তার উত্তর খুঁজতে অনুসন্ধান চলছে।