বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের অন্যতম সংগঠক তারিন ছাত্রলীগকে উদ্দেশ্য করে হাস্যরস নিয়ে বলেন, “দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না”
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারিন আরো বলেন, “ঘরের কোণে বসে ফেইসবুক না চালিয়ে, সাহস থাকলে রাজপথে আসুন, মাঠে আসুন।”
৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, সংগঠনটিকে প্রতিহত করার ডাক দিয়ে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (৪জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার পর কক্সবাজার শহরের নাপিতা পুকুর পাড়ে সমবেত হয় শিক্ষার্থীরা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় সংগঠক তারিন আরো বলেন, “আমরা কলম যোদ্ধা, আমরা অস্ত্র হাতে নি না। আমরা চুপ থাকার জন্য আন্দোলনে নামি নাই। আমরা আগস্টের আগেই মরে গেছি। বোনাস লাইফ নিয়ে আছি, ভয় দেখাবেন না।”
সমাবেশে ছাত্র সংগঠক জিনিয়া বলেন, “ছাত্রলীগ বিভিন্ন ভাবে গুজব ছড়িয়েছে। শুধু ঝটিকা মিছিল নয়, কোনো পদক্ষেপই নিতে দেয়া হবেনা লীগের কোনো সংগঠনকে। ছাত্র সমাজ জাগ্রত আছে আপনাদের প্রতিহত করতে।”
ছাত্র সংগঠক মো. শাহেদ বলেন, “কক্সবাজারের ছাত্র সমাজ বেঁচে থাকতে ছাত্রলীগের ঠাঁই হবেনা। নতুন করে কোনো ফ্যাসিজমকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা।”
সংগঠক লাদেন বলেন,”শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারতের আধিপত্যের কবর রচনা করা হয়েছে। বাংলার জমিনে ভারতের দাসত্ব আর কখনো চলবেনা।”
বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশত কর্মী অংশ নেয়।