ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে-খুনিয়া পালংয়ে লুৎফুর রহমান কাজল যারা জনগনের ভোটে নির্বাচিত হতে পারবেনা,তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে-হামিদুর রহমান আযাদ “একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়”—সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে সেনাপ্রধান:নাগরিক বান্ধব আচরণের মাধ্যেমে দায়িত্ব পালনের নির্দেশ ‘ক্যামেরায় গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত স্কিল শেখা কেন তরুণদের সবচেয়ে বড় বিনিয়োগ পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২, উদ্ধার দেশীয় অস্ত্র ঈদগাঁও আ’লীগ নেতা চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ মহেশখালীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটির অনুমোদন চেয়ারম্যান পদে ফিরেই ধানের শীষে ভোট চাইলেন ইউনুস চৌধুরী রামুর স্কুল শিক্ষার্থী আসমাউল হুসনা ব্রেইন টিউমারে আক্রান্ত : সাহায্যের আবেদন একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংসতা চালাচ্ছে: ড. হামিদুর রহমান আযাদ রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামীকে দিয়ে সিআইসির শতাধিক ঘর নির্মাণ!

যারা জনগনের ভোটে নির্বাচিত হতে পারবেনা,তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে-হামিদুর রহমান আযাদ

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 71

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, সারা দেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে এবং প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বাড়ছে। এর ফলে জনমত মেরুকরণও স্পষ্ট হচ্ছে। তবে যারা জনগণের ভোটে বিজয়ী হতে পারবে না বলে আশঙ্কা করছে, তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোসহ সারাদেশে যে নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ছে, তা তারই প্রমাণ।

বৃহস্পতিবার মহেশখালী উপজেলায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দলের শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া ঢাকায় নারী নির্যাতন ও হত্যার ঘটনাও ঘটেছে। যারা মুখে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে, প্রকৃতপক্ষে তারাই সহিংসতার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে চাচ্ছে।

দেশে ঘটে যাওয়া এসব ঘটনার তিনি তীব্র নিন্দা জানান এবং প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে এবং সন্ত্রাসীরা আরও উৎসাহিত হবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান—হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন সবাই প্রতিরোধ গড়ে তোলে। যারা জোরপূর্বক দমননীতির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীতে যেভাবে ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই চেতনা ধারণ করেই জনগণকে এগিয়ে আসতে হবে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, আমরা চাই নির্বাচন নির্ধারিত সময়ে হোক এবং তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ। সরকার যদি সেই পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে-খুনিয়া পালংয়ে লুৎফুর রহমান কাজল

This will close in 6 seconds

যারা জনগনের ভোটে নির্বাচিত হতে পারবেনা,তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে-হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, সারা দেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে এবং প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বাড়ছে। এর ফলে জনমত মেরুকরণও স্পষ্ট হচ্ছে। তবে যারা জনগণের ভোটে বিজয়ী হতে পারবে না বলে আশঙ্কা করছে, তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোসহ সারাদেশে যে নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ছে, তা তারই প্রমাণ।

বৃহস্পতিবার মহেশখালী উপজেলায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দলের শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া ঢাকায় নারী নির্যাতন ও হত্যার ঘটনাও ঘটেছে। যারা মুখে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে, প্রকৃতপক্ষে তারাই সহিংসতার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে চাচ্ছে।

দেশে ঘটে যাওয়া এসব ঘটনার তিনি তীব্র নিন্দা জানান এবং প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে এবং সন্ত্রাসীরা আরও উৎসাহিত হবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান—হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন সবাই প্রতিরোধ গড়ে তোলে। যারা জোরপূর্বক দমননীতির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীতে যেভাবে ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই চেতনা ধারণ করেই জনগণকে এগিয়ে আসতে হবে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, আমরা চাই নির্বাচন নির্ধারিত সময়ে হোক এবং তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ। সরকার যদি সেই পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।