ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
২৯ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে তাকে ঈদগাঁও জাগিরপাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে আটকের পর সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন।
তার বিরুদ্ধে হত্যা মামলা, ৫ আগষ্টের পর জুলাই বিপ্লবের মামলাসহ থাকলেও সরকার পতন পরবর্তী সময়ে তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
বিগত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে।
নিজস্ব প্রতিবেদক: 






















