ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুএককাতারে বিএনপি,জামায়েত আওয়ামীলীগ,জাতীয় পার্টির নেতা! মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার জানাজায় সালাহউদ্দিন সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার ভূমিকার ওপর জোর স্বরাষ্ট্র উপদেষ্টার সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২ হোয়াইক্যংয়ে স্থানীয়দের মানববন্ধন-নিরাপদ সীমান্ত চাই,নিরীহ মানুষের রক্ত নয় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ : হোয়াইক্যংয়ে যুবকের পা বিচ্ছিন্ন স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল গ্রেফতার মিলন গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু ইসিতে শুরু তৃতীয় দিনের আপিল শুনানি মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে করা মামলার বিচার আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আসলেই কি ১৫ বছর লাগবে? সীমান্তে গুলিবিদ্ধ আফনানের অপারেশন চলছে চমেকে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী পিতার মৃত্যু,দুপুর ২টায় জানাযা মিয়ানমার সীমান্তে ‘কোলাবরেটিভ ফোর্স’ সময়ের দাবি

সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার ভূমিকার ওপর জোর স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে তিন জন অস্ত্রধারী, ছয় জন অস্ত্রবিহীন পুরুষ এবং চার জন অস্ত্রবিহীন নারী সদস্য নিয়োজিত থাকবেন। অস্ত্রধারী সদস্যদের মধ্য থেকে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে— এমন যেকোনও অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা/থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে ৪ লাখ সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। তিনি নবীন আনসার সদস্যদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরুর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ডিজিটাল ব্যবস্থাপনার সম্প্রসারণ, জবাবদিহি নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আনসার ও ভিডিপিকে আরও আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং চার ক্যাটাগরিতে চার জন সেরা চৌকস প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন। সেরা চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের সহকারী পরিচালক শামীম রেজা, উপজেলা প্রশিক্ষক সোহানুর রহমান রাসেল, আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচের সিপাহী মো. সেলিম শাহরিয়ার এবং ২৭তম ব্যাচের সিপাহী মো. মারুফ রানা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, আনসারের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থী একসঙ্গে পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছেন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের ১৫ জন কর্মকর্তা, ৮৮ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মোট ৩ হাজার ১৩৪ জন সদস্য।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুএককাতারে বিএনপি,জামায়েত আওয়ামীলীগ,জাতীয় পার্টির নেতা!

This will close in 6 seconds

সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার ভূমিকার ওপর জোর স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে তিন জন অস্ত্রধারী, ছয় জন অস্ত্রবিহীন পুরুষ এবং চার জন অস্ত্রবিহীন নারী সদস্য নিয়োজিত থাকবেন। অস্ত্রধারী সদস্যদের মধ্য থেকে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে— এমন যেকোনও অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা/থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে ৪ লাখ সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। তিনি নবীন আনসার সদস্যদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরুর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ডিজিটাল ব্যবস্থাপনার সম্প্রসারণ, জবাবদিহি নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আনসার ও ভিডিপিকে আরও আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং চার ক্যাটাগরিতে চার জন সেরা চৌকস প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন। সেরা চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের সহকারী পরিচালক শামীম রেজা, উপজেলা প্রশিক্ষক সোহানুর রহমান রাসেল, আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচের সিপাহী মো. সেলিম শাহরিয়ার এবং ২৭তম ব্যাচের সিপাহী মো. মারুফ রানা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, আনসারের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থী একসঙ্গে পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছেন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের ১৫ জন কর্মকর্তা, ৮৮ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মোট ৩ হাজার ১৩৪ জন সদস্য।

 

সূত্র: বাংলা ট্রিবিউন