কক্সবাজারের চকরিয়া পৌরসভা সাবেক মেয়র ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জমিদাতা মাস্টার সিরাজউদ্দিন আহমদ(৮০)মারা গেছেন।
রবিবার (১১জানুয়ারি )সন্ধা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের করাইঘোনার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদ সিকদারের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সোমবার দুপুর ২টায় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া 























