মিয়ানমারে অভ্যন্তর থেকে ভেসে আসছে বিকট শব্দ।মিয়ানমারের সীমান্ত লাগোয়া বাংলাদেশের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন থেমে থেমে বিকট শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং বাজার, তুলাতলী, লম্বাবিল, তেচ্ছিব্রিজ ,উনছিপ্রাং, কুতুবদিয়াপাড়া, কান্জরপাড়া সহ বিভিন্ন এলাকা। ধারণা করা হচ্ছে মিয়ানমারে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে।
হোয়াইক্যংয়ের উনচিপ্রাংয়ের বাসিন্দা উনছিপ্রাং বাজার পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম জানান, শনিবার দিবাগত রাত ৩ টা থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পের অনেকেই বিকট শব্দে কেঁপে উঠছে ক্যাম্প এলাকা,এমনই পোস্ট দিয়েছেন ফেসবুকে।
ধারণা করা হচ্ছে মিয়ানমারে জান্তা সরকার আরাকান আর্মির উপর আকাশপথে হামলা করছে। অসমর্থিত একটি সূত্র বলছে সীমান্তের ওপারে মংডুর কুমিরাখালীতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 















