ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা বলছে আইন শাহপরীরদ্বীপ বেড়ীবাঁধে কিশোরীর লাশ কক্সবাজারে যেভাবে গ্রেফতার হলো ‘প্রশ্নফাঁস’ চক্রের দুই সদস্য কুতুব‌দিয়ায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে যুব‌কের মৃত‌্যু মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে উখিয়ায় দুই ভাইয়ের পাহাড় নিধন: একই জায়গায় আবারো শ্রমিকের মৃত্যু স্থান ও কৌশল বদল প্রশ্ন ফাঁস চক্রের,ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে : আটক চক্রের ৮ সদস্য কুতুবদিয়ায় বোটডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার-নিখোঁজ ১ পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত নির্বাচন ও গণভোটে সিলের কোড নম্বর গোপন রাখার নির্দেশ ইসির ভোটের সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রোহিঙ্গা ক্যাম্প ৩ সেট প্রশ্ন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা: প্রাথমিকের প্রশ্ন ফাঁস চক্র কক্সবাজারে সক্রিয় সেন্টমার্টিনে ধরা পড়লো ৪৩ মণ লাল কোরাল : বিক্রি ১০ লাখ টাকায় কমলো শীতের দাপট: বাড়বে কবে? এসএসসি ৯৯ ব্যাচের পারিবারিক মিলন মেলা ১৬ জানুয়ারি
সম্পাদকীয়

কেন কক্সবাজারকে শুধু জেলা হিসেবে দেখলে চলবে না

কক্সবাজার বললেই আমাদের চোখে ভেসে ওঠে সমুদ্র, পর্যটন আর মানুষের ভিড়। কখনো লবণ মাঠ, কখনো রোহিঙ্গা ক্যাম্প। কিন্তু প্রশ্ন হলো; কক্সবাজার কি শুধু এটুকুই? উত্তরটা এখন আর এত সহজ নয়।

কক্সবাজার আজ আর কেবল একটি জেলা নয়। এটি এমন একটি জায়গা, যেখানে ভূগোল, রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা একসাথে মিলিত হয়েছে। এই অঞ্চলকে বুঝতে হলে শুধু স্থানীয় খবর জানলেই হবে না; দেখতে হবে এর পেছনের বড় ছবিটা।

কক্সবাজারের অবস্থানই তাকে আলাদা করে দিয়েছে। বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই অঞ্চল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত। সমুদ্রপথ, বাণিজ্য, পর্যটন ও নিরাপত্তা; সব কিছুর মধ্যেই কক্সবাজারের ভূমিকা দিনে দিনে বাড়ছে। তাই এখানে যা কিছু ঘটে, তার প্রভাব কেবল স্থানীয় নয়।

রোহিঙ্গা সংকটকে আমরা সাধারণত মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি। সেটি অবশ্যই জরুরি। তবে এই সংকটের আরেকটি দিক আছে; “আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির দিক।” এই সংকট ঘিরে বিভিন্ন দেশের কৌশল, স্বার্থ ও অবস্থান জড়িত। ফলে কক্সবাজার পরিণত হয়েছে এমন এক অঞ্চলে, যেখানে স্থানীয় জীবন আর বৈশ্বিক রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে।

পর্যটন উন্নয়ন, বড় বড় অবকাঠামো প্রকল্প, বিদেশি বিনিয়োগ; এসব কেবল উন্নয়নের গল্প নয়। এগুলো প্রশ্ন তোলে: কেন এখানে? কার জন্য? দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে? এসব প্রশ্নের উত্তর খোঁজাই হলো বাস্তব বিশ্লেষণ।

এখানেই সংবাদ মাধ্যমের দায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংবাদ শুধু কী ঘটছে তা বলা নয়, কেন ঘটছে এবং এর অর্থ কী? তা বোঝানোই আসল কাজ। কক্সবাজারকে যদি শুধু জেলা হিসেবে দেখি, তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ সংকেত উপেক্ষা করি।

টিটিএন কক্সবাজার সেই জায়গা থেকেই কাজ করতে চায়। আমরা খবরের পাশাপাশি ব্যাখ্যা দিতে চাই। স্থানীয় ঘটনাকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরতে চাই। ভূরাজনীতি, উন্নয়ন ও জনস্বার্থ; এই তিনটি বিষয়কে সামনে রেখেই আমাদের পথচলা।

এই লেখা কোনো চূড়ান্ত মত নয়। এটি একটি আমন্ত্রণ; কক্সবাজারকে নতুনভাবে দেখার, ভাবার এবং বোঝার।

কারণ কক্সবাজার শুধু জেলা নয়।
কক্সবাজার একটি সংকেত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা বলছে আইন

This will close in 6 seconds

সম্পাদকীয়

কেন কক্সবাজারকে শুধু জেলা হিসেবে দেখলে চলবে না

আপডেট সময় : ০৪:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

কক্সবাজার বললেই আমাদের চোখে ভেসে ওঠে সমুদ্র, পর্যটন আর মানুষের ভিড়। কখনো লবণ মাঠ, কখনো রোহিঙ্গা ক্যাম্প। কিন্তু প্রশ্ন হলো; কক্সবাজার কি শুধু এটুকুই? উত্তরটা এখন আর এত সহজ নয়।

কক্সবাজার আজ আর কেবল একটি জেলা নয়। এটি এমন একটি জায়গা, যেখানে ভূগোল, রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা একসাথে মিলিত হয়েছে। এই অঞ্চলকে বুঝতে হলে শুধু স্থানীয় খবর জানলেই হবে না; দেখতে হবে এর পেছনের বড় ছবিটা।

কক্সবাজারের অবস্থানই তাকে আলাদা করে দিয়েছে। বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই অঞ্চল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত। সমুদ্রপথ, বাণিজ্য, পর্যটন ও নিরাপত্তা; সব কিছুর মধ্যেই কক্সবাজারের ভূমিকা দিনে দিনে বাড়ছে। তাই এখানে যা কিছু ঘটে, তার প্রভাব কেবল স্থানীয় নয়।

রোহিঙ্গা সংকটকে আমরা সাধারণত মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি। সেটি অবশ্যই জরুরি। তবে এই সংকটের আরেকটি দিক আছে; “আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির দিক।” এই সংকট ঘিরে বিভিন্ন দেশের কৌশল, স্বার্থ ও অবস্থান জড়িত। ফলে কক্সবাজার পরিণত হয়েছে এমন এক অঞ্চলে, যেখানে স্থানীয় জীবন আর বৈশ্বিক রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে।

পর্যটন উন্নয়ন, বড় বড় অবকাঠামো প্রকল্প, বিদেশি বিনিয়োগ; এসব কেবল উন্নয়নের গল্প নয়। এগুলো প্রশ্ন তোলে: কেন এখানে? কার জন্য? দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে? এসব প্রশ্নের উত্তর খোঁজাই হলো বাস্তব বিশ্লেষণ।

এখানেই সংবাদ মাধ্যমের দায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংবাদ শুধু কী ঘটছে তা বলা নয়, কেন ঘটছে এবং এর অর্থ কী? তা বোঝানোই আসল কাজ। কক্সবাজারকে যদি শুধু জেলা হিসেবে দেখি, তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ সংকেত উপেক্ষা করি।

টিটিএন কক্সবাজার সেই জায়গা থেকেই কাজ করতে চায়। আমরা খবরের পাশাপাশি ব্যাখ্যা দিতে চাই। স্থানীয় ঘটনাকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরতে চাই। ভূরাজনীতি, উন্নয়ন ও জনস্বার্থ; এই তিনটি বিষয়কে সামনে রেখেই আমাদের পথচলা।

এই লেখা কোনো চূড়ান্ত মত নয়। এটি একটি আমন্ত্রণ; কক্সবাজারকে নতুনভাবে দেখার, ভাবার এবং বোঝার।

কারণ কক্সবাজার শুধু জেলা নয়।
কক্সবাজার একটি সংকেত।