ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাঠে সক্রিয় হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা সভাপতি মুহাদ্দিস আমীরুল ইসলাম মীর এর নেতৃত্বে ৪জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সরওয়ার আলম কুতুবী, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) অধ্যক্ষ জিয়াউল হক, কক্সবাজার ৩ (কক্সবাজার সদর ও রামু-ঈদগাহ) সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস মাওঃ আমিরুল ইসলাম মীর,কক্সবাজার ৪ ( উখিয়া-টেকনাফ) হাফেজ নুরুল হক দলীয় কর্মীদের সাথে নিয়ে মনোয়ন ফরম সংগ্রহ করেন রবিবার।
ফরম সংগ্রহ শেষে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমীরুল ইসলাম মীর বলেন,আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছি। ইসলামী জোটের এক বাক্স নীতিতে আমরা অটল আছি। সংগঠনের আমীর ও পীর সাহেব চরমোনাইর নির্দেশনা মেনে আগামীকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
টিটিএন ডেস্ক: 

























