কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, সকল দর্শনের সাংবাদিকদের ‘সাংবাদিকতা দর্শনে’ ঐক্যবদ্ধ হতে হবে।
কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের মানুষকে গলাটিপে মারা। তাঁরা দীর্ঘ ১৬ বছর দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছেন৷ সাংবাদিকরা দ্বন্দ্বে জড়িয়ে বিভেদ সৃষ্টি করলে, সেটি নিজেদের ক্ষতি। পতিত সরকারের লোকজন আপনাদের ঝগড়া বিভেদের সুযোগ নিবেন। তাই আপনাদের উচিত হবে সবাইকে নিয়ে এক সাথে এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, কক্সবাজার একটি পর্যটন রাজধানী। এ এলাকার অধিকাংশ মানুষ পর্যটন ব্যবসা নির্ভর। এই রোহিঙ্গা সমস্যা, স্থানীয় ও পর্যটনের জন্যে হুমকি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার,জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জল, কক্সবাজার নিউজ সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস, প্রেসক্লাব নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান , মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও এডভোকেট মীর মশাররফ হোসেন টিটু সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এমআর মাহবুব। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু , অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশীদ , পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার হোসেন, নির্বাহী সদস্য আতাহার ইকবাল, শামসুল হক শারেক, এম আর খোকন ও এসএম জাফর।