আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো বর্তমান জাতীয় দল ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এই টি–২০ ম্যাচটি।
এর আগে বিজয় দিবসে বিসিবি সাধারণত সাবেক ক্রিকেটারদের নিয়ে লাল দল–সবুজ দলের ম্যাচ আয়োজন করলেও তাতে তেমন সাড়া মিলতো না। তবে এবার মাঠে নামছেন শান্ত–মিরাজদের মতো বর্তমান তারকারা। ম্যাচটি দর্শকরা টিকিট কেটে স্টেডিয়ামেও দেখতে পারবেন, পাশাপাশি টিভিতে সরাসরি সম্প্রচারও থাকবে।
বাংলাদেশ অল স্টার্স নামে এই আয়োজনের দুই দল—অদম্য ও অপরাজেয়। অদম্য দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং অপরাজেয় দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। দুই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম।
অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ, হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মো. সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম।
অপরাজেয় স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, মো. মিথুন, জাকের আলী, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলায়েন।
কোয়াবের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই ম্যাচটি নিয়ে ইতোমধ্যে ক্রিকেটভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। শক্তিশালী স্কোয়াড দেখে ধারণা করা হচ্ছে, বিপিএলের আগে ক্রিকেটারদের জন্য এটি হবে দারুণ প্রস্তুতির ম্যাচ।
সায়ন্তন ভট্টাচার্য: 

























