কক্সবাজারে চলমান পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল লাল–সবুজের কিশোরীরা।
প্রথম ইনিংসে টস জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরু থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে ছন্দ খুঁজে পায়নি তারা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৮০ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কোমল খান—৪২ বলে ২৮ রান।
বাংলাদেশের বোলার হাবিবা ইসলাম পিংকি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
পরের ইনিংসে ৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৪ রানেই প্রথম উইকেটের পতন, ৩১ রানে দ্বিতীয়। তবে ২৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। শেষদিকে যখন ২ ওভারে দরকার ছিল ১১ রান, তখন সাদিয়া আক্তার পরপর দুটি বাউন্ডারি মেরে ম্যাচটিকে সহজ করে দেন। তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সুবর্ণা আক্তার সুমাইয়া—৩৮ বলে ৩২ রান।
ম্যাচে সুবর্ণার একটি শট বিশেষভাবে নজরকাড়া ছিল; সেই মুহূর্তে আকাশে একটি বিমান উড়ে যাচ্ছিল, আর তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসা দারুণ শটটি যেন পুরো মাঠকে মুগ্ধ করে। পাশের সবুজ ঝাউগাছ বাতাসে দুলছিল, সাগরের গর্জন ভেসে আসছিল। মিষ্টি রোদের কারণে পাকিস্তানের ফিল্ডাররা বেশ ভুগেছে—মিস করেছে তিনটি ক্যাচ।
এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল।
সায়ন্তন ভট্টাচার্য: 






















