চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি এক্স নোহা গাড়ীতে অভিযান চালিয়ে ২৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গাড়ীটিও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- ১৬ নভেম্বর দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে এই অভিযান পরিচালনা করে।
আটককৃত নুরুল হক (৩৩) উখিয়ার রাজাপালং ইউনিয়নের মোঃ শফির ছেলে।
নিজস্ব প্রতিবেদক : 
























