টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ঝর্ণা চত্বরের মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট সেলিমুল মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, জেলা বিএনপির সদস্য মো. আব্দুল্লাহ, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান, সহ-সভাপতি ছৈয়দ আলম ও হাজী সৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. তাহের, সাংগঠনিক সম্পাদক মো. জালাল, সদর যুবদলের আহ্বায়ক মো. রফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ সাগর প্রমুখ।
বক্তারা বলেন, রবিবার রাতে টেকনাফে হওয়া মশাল মিছিল নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনায় বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
বক্তাররা আরও বলেন, আগামী ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।
নোমান অরুপ 



















